Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

জেলা পরিষদ উপনির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যানের পদ ছাড়লেন শ্যামল

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

মার্চ ২১, ২০২৪, ০৮:৩৯ পিএম


জেলা পরিষদ উপনির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যানের পদ ছাড়লেন শ্যামল
ছবি: আমার সংবাদ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন আবু বক্কর সিদ্দিক শ্যামল। আসন্ন লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে অংশগ্রহণ করার জন্য বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম এর হাতে পদত্যাগ পত্র জমা দেন তিনি।

আবু বক্কর সিদ্দিক শ্যামল দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের লালমনিরহাট জেলা শাখার সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহ হাতীবান্ধা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদের সদস্য জাহেদুল ইসলাম জাহিদ জানান, শ্যামল একজন জনপ্রিয় প্রার্থী। লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে শ্যামলের জনপ্রিয়তা অন্যান্য প্রার্থীর চেয়ে বহুগুণে বেশি। এছাড়াও হাতীবান্ধা ও পাটগ্রামের ইউপি চেয়ারম্যানসহ সদস্যরা তার সঙ্গে রয়েছে। লালমনিরহাট জেলাবাসীর ভাগ্য উন্নয়নের জন্য এবং উপনির্বাচনের মাঠে লড়াই করে জয়ী হতে ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করলেন তিনি।

আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, যেহেতু আমি একজন ইউনিয়ন চেয়ারম্যান সেহেতু আইনের বাধ্যবাধকতা রয়েছে। আইন মেনেই আমার এই পদত্যাগ। আপনাদের মাধ্যমে জেলাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

এসময় হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন ও পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল আলম সাদাত উপস্থিত ছিলেন।

এআরএস

Link copied!