Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ভোলায় ১৪ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আটক

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

মার্চ ২২, ২০২৪, ০২:২৪ পিএম


ভোলায় ১৪ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আটক

ভোলায় ১৪ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ফখরুল ইসলাম ওরফে রাসেলকে আটক করেছে পুলিশ।

ভোলা সদর মডেল থানা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মহিউদ্দিন জুয়েলের নেতৃত্বে এএসআই ইলিয়াস হোসেনসহ পুলিশের একটি চৌকস দল, সদর উপজেলার খেয়াঘাট সংলগ্ন নবান্ন রাইস মিল এলাকা থেকে রাসেলকে আটক করা হয়। আটককৃত রাসেল ভোলা সদর উপজেলার পশ্চিম ধনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোলাম মোস্তফা বেপারীর ছেলে।

সদর মডেল থানার এসআই মহিউদ্দিন জুয়েল জানান, ওয়ারেন্ট হওয়ার পর দীর্ঘদিন পালানো অবস্থায় ছিলেন রাসেল। আসামির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এসব মামলা হয়েছে বলেও জানান তিনি।

ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া জানান, বৃহস্পতিবার সকালে প্রতারণার অভিযোগে ১৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফখরুল ইসলাম ওরফে রাসেলকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!