Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রংপুর জেলার শ্রেষ্ঠ থানা কাউনিয়া নির্বাচিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

মার্চ ২২, ২০২৪, ০৬:০৮ পিএম


রংপুর জেলার শ্রেষ্ঠ থানা কাউনিয়া নির্বাচিত

রংপুর জেলা পুলিশের ৮টি থানার মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে কাউনিয়া থানা। বুধবার দুপুরে রংপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ বিষয়ক এক সভায় পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) হাত থেকে ফেব্রুয়ারি মাসের শ্রেষ্ঠ থানার পুরস্কার গ্রহণ করেন কাউনিয়া থানার ওসি মাহফুজার রহমান।

কাউনিয়া থানার ওসি মাহফুজার রহমান বলেন, এ অর্জন কাউনিয়া থানার সব সদস্যদের কঠোর পরিশ্রম ও সঠিকভাবে কর্তব্য পালনের ফসল। টিম কাউনিয়ার জন্য সবার কাছে দোয়া প্রার্থী।

তিনি আরও বলেন, স্বীকৃতি কাজের অনুপ্রেরণা জোগায়। এতে করে থানা পুলিশের কাজের গতিশীলতা আরও বাড়বে এবং পেশাদারিত্বের সঙ্গে কাজের মাধ্যমে কাঙ্ক্ষিত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবে।

জানা গেছে, প্রত্যেক মাসে রংপুর জেলার অধীনস্থ থানা ও পুলিশ সদস্যদের মাঝে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার বিতরণ করা হয়। এরই অংশ হিসাবে এ বছর ফেব্রুয়ারি মাসের শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয় কাউনিয়া থানা।

ইএইচ

Link copied!