Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

মার্চ ২২, ২০২৪, ০৭:১০ পিএম


অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

যশোরের অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। যার মধ্যে রয়েছে, চিহ্নিত মাদকপ্রবণ এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রাখা, নিয়মিত বাজার মনিটরিং করা, বাল্যবিবাহ বন্ধে জনসচেনতাবৃদ্ধি করা, উপজেলার বিভিন্ন এলাকায় বেদখলে থাকা সরকারি রাস্তা দখলমুক্ত করা,  মহাসড়কে যানজট নিরসন ও নির্ধারিত সময়ের পর ট্রাক থেকে মালামাল লোড-আনলোড করা, প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে অভিযান অব্যাহত রাখা, তিন চাকার যানবাহন থেকে চাঁদা আদায় বন্ধ করা, খাদ্যপণ্য মজুদকারীকে ধরিয়ে দিলে পুরস্কার হিসাবে নগদ অর্থ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মিনারা পারভীন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মোল্যা, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস এম ফারুক আহমেদ, ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান, জহুরুল হক, মফিজ উদ্দিন, শেখ তৈয়েবুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, সদস্য জসিম উদ্দিন বাচ্চু প্রমুখ।

সভায় রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা সহ আইন শৃঙ্খলা বজায় রাখার সিদ্ধান্ত হয়।

ইএইচ

Link copied!