Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

তজুমদ্দিনে প্রতিবন্ধী শিশুকে গাছে বেঁধে নির্যাতন

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

মার্চ ২২, ২০২৪, ০৭:১৪ পিএম


তজুমদ্দিনে প্রতিবন্ধী শিশুকে গাছে বেঁধে নির্যাতন

ভোলার তজুমদ্দিন উপজেলায় গোয়াল ঘরে পানি দেয়ার অপরাধে প্রতিবন্ধী শিশু আব্দুল হামিদকে (৫) প্রথমে বাথরুমে, পরে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শুক্রবার বিকালে প্রতিবন্ধী শিশুর মা বাদী হয়ে দুইজনকে অভিযুক্ত করে তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দেন।

এ ঘটনায় নির্যাতনের শিকার প্রতিবন্ধী আব্দুল হামিদের মা সাজেলা বিবি বাদী হয়ে মো. মঞ্জু (৪০) ও তার স্ত্রী আছমা বেগমকে (৩৫) অভিযুক্ত করে তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ারুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ

Link copied!