Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রামগড়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার এক

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৪, ১০:৫৩ এএম


রামগড়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার এক

খাগড়াছড়ি জেলার রামগড় থানা  পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার হোসেন(৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মহোদয় এর নির্দেশনায় এবং দক্ষ নেতৃত্বে খাগড়াছড়ি জেলার সকল স্থানে পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।  

ধারাবাহিকতায় শুত্রুবার (২২মার্চ)রাত ৮টার দিকে রামগড় থানার চৌকস আভিযানিক দল রামগড় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানাধীন ১নং রামগড় ইউপির ৪নং ওয়ার্ড সোনাইআগা  মিন্টু কোম্পানির কাঠ বাগান এলাকায় থেকে ৬৫পিচ ইয়াবাসহ  মো. আনোয়ার হোসেন(৪২), কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী-আনোয়ার হোসেন(৪২) জেলার রামগড় উপজেলার রামগড় ইউপির ৪ নং ওয়ার্ডের সোনাইআগা, এলাকার মো.সিরাজ মিয়ার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে আসামি আনোয়ার হোসেন(৪২) কে ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন সবুজ রংয়ের সিএনজি সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এইচআর

Link copied!