Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মদনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৪, ১২:৩৮ পিএম


মদনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহিত

নেত্রকোনার মদনে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহবুব (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ। গ্রেফতারকৃত মাহবুব মদন পৌরসভার জাহাঙ্গীরপুর পশ্চিম পাড়া গ্রামের মো. আবুল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মদন থানার এস আই শাহজাহানের নেতৃত্বে এএসআই আশরাফুল ইসলাম এবং এএসআই জামিলসহ পুলিশের একটি চৌকস দল উপজেলার কাইটাইল বাজারের তিন রাস্তার মোড়ের পলাশের চায়ের দোকানের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাহবুব নামে এক মাদক কারবারিকে আটক করে। পরে তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মদন থানা অফিসার ইনচার্জ(ওসি) উজ্জ্বল কান্তি সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১০১ পিস ইয়াবাসহ মাহবুব নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে নেত্রকোণা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এআরএস

Link copied!