Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাজবাড়ীতে ৫ দফা দাবিতে রেলওয়ে পৌষ্য সোসাইটির মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৪, ০২:৪২ পিএম


রাজবাড়ীতে ৫ দফা দাবিতে রেলওয়ে পৌষ্য সোসাইটির মানববন্ধন

রাজবাড়ীতে ৫ দফা দাবিতে রেলওয়ে পৌষ্য সোসাইটি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সামনে ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী রেলওয়ে পৌষ্য সোসাইটির সভাপতি কাউসার আহম্মেদ লালের সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আরবান আলী, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক জিএস নজরুল ইসলাম শিমুল, জেলা পৌষ্য সোসাইটির আইন বিষয়ক সম্পাদক বিপ্লব কুমার রায়, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট খান মোহাম্মদ জহুরুল হক।

এ সময় বক্তারা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

ইএইচ

Link copied!