Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ন্যায্যমূল্যে তরমুজ ও পেঁয়াজ বিক্রি করছেন পৌর মেয়র

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৪, ০২:৫২ পিএম


ন্যায্যমূল্যে তরমুজ ও পেঁয়াজ বিক্রি করছেন পৌর মেয়র

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার মেয়র মো. সুন্দর আলীর উদ্যোগে পৌর কার্যালয়ে ন্যায্যমূল্যে তরমুজ, আলু ও পেঁয়াজ বিক্রি করা শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে শেষ রোজা পর্যন্ত। সাধারণ জনগণ অপেক্ষাকৃত কমদামে তরমুজ পেয়াঁজ ও আলু কিনতে পেরে অনেক খুশি।

আড়াইহাজার পৌর মেয়র মো. সুন্দর আলী জানান, রমজানে তরমুজের অতিরিক্ত দামের কারণে সাধারণ জনগণ কিনে খেতে পারছেন না। এলাকার অনেক লোক নিম্ন আয়ের। তাদের চাহিদার ওপর ভিত্তি করে জাতীয় সংসদের হুইপ ও আড়াইহাজার আসনের এমপি নজরুল ইসলাম বাবুর পরামর্শক্রমে এ সমস্ত দ্রব্যগুলো সাধারণ জনগণের সহজলভ্যতার কথা ভেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এখানে প্রায় ৪-৫শ টাকা করে বিক্রিযোগ্য একটি তরমুজের দাম নেয়া হচ্ছে মাত্র ১৭০ টাকা, আলু প্রতিকেজি ৩২ টাকা এবং পেঁয়াজ ৪৭ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এ কার্যক্রম শেষ রোজা পর্যন্ত চলবে।


ইএইচ

Link copied!