Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

প্রতারকের খপ্পরে পড়ে নগদের টাকা খোয়ালেন প্রবাসীর স্ত্রী

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৪, ০৩:০৮ পিএম


প্রতারকের খপ্পরে পড়ে নগদের টাকা খোয়ালেন প্রবাসীর স্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় এবার প্রতারকের খপ্পরে পড়ে নগদ টাকা খোয়ালেন প্রবাসীর স্ত্রী। ভুক্তভোগী মহিলার নাম মোস্তাফা বেগম (২৮)। তিনি টইটং ইউনিয়নের চৌকিদার পাড়া এলাকার ওমান প্রবাসি আবদুল কাদেরের স্ত্রী। 

মোস্তাফা বেগম বলেন, কয়েকদিন আগে আমার ব্যক্তিগত মুঠোফোনে কল আসে। অপরপ্রান্তে নগদ অফিসের লোক পরিচয় দিয়ে আমার নাম্বারে নগদ অ্যাকাউন্ট আছে কিনা জানতে চান। কয়েকদিন পরে আমার অ্যাকাউন্টে কিছু টাকা আসবে বলে আমার মোবাইল নম্বরটা জানতে চায়। এসময় তিনি মোবাইলে একটা মেসেজ আসবে বলে ছয় ডিজিটের একটি ওটিপি কোড নম্বর পৌঁছায়। পরে ওই কোড নম্বরটি আমার কাছে ফের জানতে চাইলে আমি নম্বরটি তাকে বলে দিই।

তিনি আরো বলেন, গত মঙ্গলবার (১৯ মার্চ) বাচ্চাদের ঈদের কেনাকাটার জন্য আমার স্বামী বিদেশ থেকে আমার নগদ অ্যাকাউন্টে ২০ হাজার ৪শত টাকা পাঠান। বিকাশের দোকানে ওই টাকা উত্তোলন করতে গেলে দেখি নগদ অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। তার দাবি হ্যাকরা ওই টাকা কৌশলে নিয়ে নেয়।

এ বিষয়ে আমি নগদ অফিসে যোগাযোগ করলে নগদ অফিস থেকে প্রতারকের ০১৭১৭-০৫৭৩৩৭ এ নম্বরটি শনাক্ত করেন। এব্যাপারে তিনি থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করি।

এআরএস

Link copied!