Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

পেকুয়ায় বাতি জ্বলে না ৭ জেটিঘাটে

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৪, ০৩:৩১ পিএম


পেকুয়ায় বাতি জ্বলে না ৭ জেটিঘাটে

রাতের আধাঁতে বাতি জ্বলে না কক্সবাজারের পেকুয়া-কুতুবদিয়ার ৭ জেটিঘাটে। সন্ধ্যা নেমে এলেই যাত্রী কিংবা মালামাল ওঠা-নামায় ভোগান্তির যেন শেষ নেই।

গত ছয় বছর ধরে জেটিঘাটগুলোতে সোলার লাইট নষ্ট থাকায় সন্ধ্যার পর থেকেই এমন দুরবস্থা সৃষ্টি হয়।

এদিকে পেকুয়ার মগনামা লঞ্চ ঘাট, উজাটিয়ার করিমদাদ মিয়ার ঘাট, কুতুবদিয়া দ্বীপে আলী আকবর ডেইল জেটি, বড়ঘোপ জেটি, দরবার জেটি ও ধুরুং (সতরুদ্দিন) জেটি রয়েছে সরকারি ইজারার আওতায়। আকবরবলী পাড়া ঘাটে জেটি অসমাপ্ত থাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সেটি ইজারা দেন।

বাকি ৬টি জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতিবছর ইজারা প্রদান করা হয়। তবে প্রতিবছর ইজারা মূল্য বৃদ্ধি করা হলেও জেটিগুলোতে পর্যাপ্ত সুবিধা দেয়ার নাম নেই। ফলে বছর বছর ইজারার হাত বদল হলেও যাত্রীদের ভোগান্তি বিষয়টি কেউ দেখে না।

পেকুয়া উপজেলার মগনামা লঞ্চ ঘাট (তিনবারের) ইজারাদার নুরুল ইসলাম বলেন, ২০১৯ সালে সৌর সোলার প্যানেলের মাধ্যমে এ ঘাটে আলো জ্বলতো। যাত্রী ওঠা-নামায় কোনো অসুবিধা ছিল না। প্রতিদিন কয়েক হাজার লোকজন কুতুবদিয়া দ্বীপে পারাপার করে। সন্ধ্যা হলেই তাদের টর্চ লাইটের আলো দেখিয়ে ড্যানিস বোটে উঠা নামা করাতে হয়।

কুতুবদিয়ার ধুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মিজবাহুল আলম সিকদার বলেন, উপজেলার কোন জেটিতেই সন্ধ্যার পর বাতি জ্বলে না। সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত নিয়মিত ঘাট পারাপার হয়ে থাকে। অন্ধকারে যাত্রীরা জেটিতে উঠতে গিয়ে অনেক সময় পা পিছলেও যায়। এক সপ্তাহ আগেও সন্ধ্যা সাড়ে ৬টার ঘাট পার হতে এক যাত্রী ড্যানিশ বোটে উঠতে গিয়ে অন্ধকারে পা পিছলে পড়ে গিয়েছিল পরে ওই যাত্রী পার না হয়েই পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যান পায়ের এক্সরে করাতে।

দরবার জেটিঘাটে হাসিল আদায়কারী নাজেম উদ্দিন নাজু বলেন, প্রায় ২-৩ বছর ধরে ঘাটের জেটিতে বাতি নেই। সৌর বিদ্যুতের মাধ্যমে চালিত লাইট প্রথমে দেয়া হলেও তা ৩ মাসেই বিকল হয়ে যায়। এরপর থেকে আর ব্যবস্থা নেয়া হয়নি বলে জানান তিনি।

ঘাট পারাপারে পুরাতন ইজারাদার কামরুল হাসান সিকদার বলেন, বলতে গেলে দ্বীপের কোন জেটিতেই বাতি জ্বলে না। তারা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন। দীর্ঘদিনেও তার সমাধা হয়নি। যাত্রী ওঠা-নামায় রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা জেলা প্রশাসকের কার্যালয়ের দায়িত্ব। ছোটখাটো বিষয় হলে সংশ্লিষ্ট ইজারাদাররা সমাধান করতে পারতেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, জেটিগুলোতে সৌর প্যানেলে ল্যাম্পপোস্ট প্রকল্পটি ৪ বছর আগের। ৩ বছরের মেয়াদের পর এগুলোর দায়িত্ব চলে যায় দেখভালের। নতুন কোন প্রকল্প নেই এগুলো মেরামত কিংবা নতুন স্থাপনের।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আমি নতুন জয়েন করেছি, এ বিষয়ে খোঁজ- খবর নিয়ে যাত্রী ভোগান্তি নিরসনের চেষ্টা করবো।

ইএইচ

Link copied!