Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

যশোরে ইপিজেডের অধিগ্রহণকৃত জমি গ্রহণ ও হস্তান্তর

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৪, ০৪:৪৮ পিএম


যশোরে ইপিজেডের অধিগ্রহণকৃত জমি গ্রহণ ও হস্তান্তর

যশোর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রকল্পের অধিগ্রহণকৃত জমি প্রত্যাশী সংস্থার অনুকূলে দখল গ্রহণ ও হস্তান্তর করা হয়েছে।

শনিবার সকালে যশোরের অভয়নগর উপজেলার প্রকল্প এলাকা বালিয়াডাঙ্গা গ্রামে দখল গ্রহণ ও হস্তান্তর করা হয়।

যশোর জেলা প্রশাসক ৫০৩ একর প্রায় ৩’শ কোটি টাকার মূল্যে জমি ইপিজেড কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে জমি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেপজার যুগ্ম সচিব ও সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ, স্থানীয় প্রেমবাগ ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ।

ইএইচ

Link copied!