Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মধুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলীর মতবিনিময়

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৪, ০৭:৪৮ পিএম


মধুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলীর মতবিনিময়

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মো. ইয়াকুব আলীর ইফতার, দোয়া মাহফিল ও নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ৪নং কুড়াগাছা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শনিবার বিকালে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে কুড়াগাছার পিরোজপুর বাজার মাঠের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাইদ তালুকদার দুলাল, সহ-সভাপতি কাজী আব্দুল মোতালেব, পৌর মেয়র আলহাজ্ব মো. সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, কৃষি ও সমবায় সম্পাদক ও কুড়াগাছা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক সরকার, আলোকদিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান সিদ্দিক, মহিষমারা ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন মহি, কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সজীব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা মধুপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

ইএইচ

Link copied!