মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
মার্চ ২৩, ২০২৪, ০৮:০৩ পিএম
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
মার্চ ২৩, ২০২৪, ০৮:০৩ পিএম
ঝিনাইদহের মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ড. আব্দুল মালেক গাজী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে ড. আব্দুল মালেক গাজীর বয়স হয়েছিল (৭৯) বছর।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বিকালে ড. আব্দুল মালেক গাজীকে মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমপ্লেক্স ভবন চত্বরে গার্ড অব অনার, কফিনে পুষ্পমাল্য অর্পণ ও পরে মহেশপুর কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে জানাজা অনুষ্ঠিত হয়।
পরে সন্ধ্যায় নিজ গ্রাম পান্তাপাড়া স্কুল মাঠে ২য় জানাজা শেষে মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য সালাউদ্দীন মিয়াজি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ শাওন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কমবুল হোসেন, কামালুজ্জামান, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর মেয়র আব্দুর রশিদ খান, মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিাযোদ্ধা রবিউল আওয়াল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান চৌধুরী, পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম স্বপন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা কালীপদ পালসহ হাজারো মানুষ।
এদিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ড. আব্দুল মালেক গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল।
ইএইচ