Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চাঁদপুরে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৪, ০৯:১৪ পিএম


চাঁদপুরে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চাঁদপুরের মতলব উত্তরে যাত্রীবাহী মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শনিবার উপজেলার সিপাইকান্দি বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম (৪৫) উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নবুরকান্দি গ্রামের মৃত সহিদ উল্ল্যাহ প্রধানের ছেলে। আহতরা মতলব উত্তর উপজেলার মফিজুল ইসলাম (৩০) আলী আকবর (৫৫) অন্য একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

হতাহতরা সবাই সিএনজির যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ হোসেন জানান, দুর্ঘটনাস্থলে সিএনজির এক যাত্রী নিহত ও বাকী ৩ জন যাত্রী আহত হয়েছে। দুঘর্টনা কবলিত মাইক্রোবাসটি আটক করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, আহতদের উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!