Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সাভারে চুরি যাওয়া শিশু নারায়ণগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৪, ০৯:২৪ পিএম


সাভারে চুরি যাওয়া শিশু নারায়ণগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১

সাভারের আমিনবাজার থেকে চুরি যাওয়া এক শিশুকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ।

এর আগে শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শিশুটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুটির নাম মোসা. নুসরাত। সে ভোলা জেলার লালমোহন থানার গজারিয়া এলাকার মো. শাহিনের মেয়ে। বর্তমানে বাবা-মায়ের সাথে সাভারের আমিন বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

গ্রেপ্তার আসামির নাম- মাহবুব সিকদার (৪৫)। সে পিরোজপুর জেলার কাউখালী থানার কাউখালী এলাকার সোহরাব সিকদারের ছেলে। সে আমিনবাজার এলাকার একই বাড়ির ভাড়াটিয়া।

এ বিষয়ে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ বলেন, চুরি যাওয়া শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে গ্রেপ্তার আসামিকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!