Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম পুনরায় চালু

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মার্চ ২৪, ২০২৪, ০২:৪০ পিএম


ফেনীতে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম পুনরায় চালু
ছবি: আমার সংবাদ

ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এস. আর. মাসুদ রানা বলেছেন, চলতি বছরের শুরু থেকে সারাদেশে কোভিড-১৯ সংক্রমণের হার বেড়েছে। যা প্রতিরোধের একমাত্র উপায় কোভিড ভ্যাকসিন নেয়া।

রোববার (২৪ মার্চ) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যকর্মীদের সাথে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম নিয়ে আলোচনা সভায় দিকনির্দেশনা প্রদানকালে তিনি এ কথা বলেন।

ডা. এস. এস. আর. মাসুদ রানা আরও বলেন, এবার বাংলাদেশ সরকারের দূরদর্শী পদক্ষেপের অংশ হিসাবে দেশব্যাপী পুনরায় চালু হয়েছে কোভিড ভ্যাকসিনেশন কার্যক্রম। যার অংশ হিসেবে ফেনী সদরেও চলছে এ কার্যক্রম। 

উপজেলা কার্যালয়ে অবস্থিত স্থায়ী কেন্দ্রে শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিনই সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ  টিকা কার্যক্রম চলছে। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে রুটিন ইপিআই কেন্দ্র সমূহেও কোভিড টিকা দেয়ার সুব্যবস্থা রয়েছে। 

তিনি বলেন,বর্তমানে ২য় থেকে শুরু করে পরবর্তী যেকোনো ডোজ দেয়া হচ্ছে। তবে ভ্যাকসিন প্রদানের জন্য উপযুক্ত ব্যক্তিদের তালিকার সর্বাগ্রে রয়েছেন ৬০ বছর বা তদূর্ধ্ব সকল জনগোষ্ঠী, ১৮ বছর বা তদূর্ধ্ব স্বল্পরোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত প্রাপ্ত বয়স্ক ব্যক্তি, সরাসরি কোভিড রোগীর সংস্পর্শে আসা স্বাস্থ্য কর্মী এবং গর্ভবর্তী নারী।

সভায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা  মেডিকেল অফিসারবৃন্দ, ব্র‍্যাক ও অন্যান্য সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ।প্রসঙ্গত, বিভিন্ন ইসলামি স্কলারের মতামত অনুযায়ী, রোজা রেখে কোভিড ভ্যাকসিন দিলে রোজার কোন ক্ষতি হয় না।

এআরএস

Link copied!