Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

ভোলায় ১৬৫ টাকায় পুলিশে চাকরি পেলো ৪৫ তরুণ-তরুণী

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

মার্চ ২৪, ২০২৪, ০২:৫৯ পিএম


ভোলায় ১৬৫ টাকায় পুলিশে চাকরি পেলো ৪৫ তরুণ-তরুণী
ছবি: আমার সংবাদ

ভোলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৪৫ জন তরুণ-তরুণী নিয়োগ পেয়েছেন মাত্র ১৬৫ টাকা খরচ করে।

জেলা পুলিশ সূত্র জানায়, পাঁচটি ধাপে যাচাই বাছাই ও পরীক্ষা শেষে সরকারি চাকরি পান তারা। শনিবার (২৩ মার্চ) রাতে এ পদে নিয়োগ প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

গত ২০ ফেব্রুয়ারি যাচাই বাছাইয়ের মধ্যদিয়ে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এ পদের জন্য মোট ২ হাজার ২০ আবেদন করেন। শারীরিক পরীক্ষা শেষে লিখিত পরীক্ষায় অংশ নেন ৪৮৩ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ  ১০২ জনমৌখিক পরীক্ষায় অংশ নিয়ে ৪৫ জন চাকুরি পান। ৫ জনকে অপেক্ষমাণ রাখা হয়েছে। ফলাফল ঘোষণার পর নিয়োগ প্রাপ্তদের ফুল দিয়ে বরন করে নেন পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান।

পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান জানান, নিয়োগের সকল ধাপেই স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। মাত্র ১৬৫ টাকা খরচ করে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এছাড়া কাউকে এক টাকাও বাড়তি খরচ করতে হয়নি।কোনো প্রকার ঘুষ বা অর্থনৈতিক হয়রানি ছাড়াই চাকুরি পাওয়া খুশি অভিভাবকরাও।

এআরএস

Link copied!