Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

অধ্যক্ষের অপসারণের দাবিতে কার্যালয়ে তালা ঝুলিয়েছে ছাত্রলীগ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

মার্চ ২৪, ২০২৪, ০৩:৩৯ পিএম


অধ্যক্ষের অপসারণের দাবিতে কার্যালয়ে তালা ঝুলিয়েছে ছাত্রলীগ

অধ্যক্ষের অপসারণের দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসাবে রোববার সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

সাতদিনের মধ্যে দাবি আদায় না হলে কলেজ অচল করে দেয়া হবে বলে জানিয়েছে সৈয়দপুর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহ আলম।

অধ্যক্ষের কক্ষে তালা ঝুলানোর সত্যতা স্বীকার করে ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক আকাশ সর্দার বলেন, ওই অধ্যক্ষ জামাত মতাদর্শের ব্যক্তি। সে কারণে তিনি জাতীয় দিবসগুলোতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুখে উচ্চারণ করতে চান না। প্রতিমুহূর্তে কলেজে তিনি জামাতীকরণ করার চেষ্টা অব্যাহত রেখেছেন। যেসব শিক্ষক জয় বাংলা ও জয় বঙ্গবন্ধুর অনুসারী সেইসব শিক্ষককে করছেন তিনি হেনস্তা। এমন ঘটনার শিকার হয়েছেন বঙ্গবন্ধু পরিষদের সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার যুগ্ম সম্পাদক ও কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক কামাল আহমেদ।

অধ্যক্ষের কক্ষে তালা ঝুলানোর বিষয়ে জানতে কথা হয় কলেজের সিনিয়র অধ্যাপক আসাদুজ্জামান আসাদের সঙ্গে। তিনি সত্যতা নিশ্চিত করে বলেন, আজকে এমন ঘটনা ঘটতে পারে তা আঁচ করতে পেরে তিনি (অধ্যক্ষ) আমাকে দায়িত্ব দিয়ে চলে গেছেন। নির্দেশ দিয়েছেন রুটিন দায়িত্ব পালনের।

ইএইচ

Link copied!