Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

তালায় প্রকল্প অবহিতকরণ কর্মশালা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

মার্চ ২৪, ২০২৪, ০৪:০৫ পিএম


তালায় প্রকল্প অবহিতকরণ কর্মশালা

সাতক্ষীরার তালায় প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মার্চ) সকালে খলিলনগর ইউনিয়ন পরিষদ হলরুমে উইমেন জব ক্রিয়েশন সেন্টার আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ সচিব শেখ রেজাউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু। প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী, ইউনিয়ন পরিষদের সদস্য প্রকাশ দালাল, মেহেদী হাছান পাড়, শিরিনা সুলতানা, সাংবাদিক সেকেন্দার আবু জাফর বাবু, শিক্ষক সাজ্জাত মোড়ল, সমাজসেবক তানজিলা খাতুন প্রমুখ।

প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী জানান, এ প্রকল্পে উপজেলা পিছিয়ে পড়া হতদরিদ্র দুর্বল মহিলারা আত্মনির্ভরশীল হবে এবং তারা সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণকে সেবা প্রদান করার ক্ষেত্রে দায়বদ্ধ করতে সক্ষম হবে।

এআরএস

Link copied!