Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

খালের পানিতে ঝাঁপ দিয়ে খেলার সময় শিশুর মৃত্যু

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

মার্চ ২৪, ২০২৪, ০৪:১৮ পিএম


খালের পানিতে ঝাঁপ দিয়ে খেলার সময় শিশুর মৃত্যু

সাতক্ষীরার দেবহাটায় খালের পানিতে ঝাঁপ দিয়ে খেলা করার সময় নূর নবী (১৩) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু চরশ্রীপুর শরিফুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী নুর হোসেন জানান, রোববার (২৪ মার্চ) দুপুরে কয়েকজন শিশু গোসলের সময় গোপাখালি ব্রিজের উপর থেকে খালের পানিতে ঝাঁপ দিয়ে খেলা করছিল। এসময় বন্ধুদের সঙ্গে নূর নবী ব্রিজ থেকে পানিতে লাফিয়ে পড়লে দীর্ঘ সময় পার হওয়ার পরও তার খোঁজ মেলেনি। পরে স্থানীয়রা খোঁজা খুঁজির পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, বন্ধু ব্রিকস সংলগ্ন খালের ব্রিজের উপর থেকে কয়েকজন শিশু পানিতে লাফালাফি খেলার সময় একটি শিশু পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও সে পানিতে ডুবে মারা যায়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু হওয়ার খবর জেনেছি।

এআরএস

Link copied!