Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ঈশ্বরদীতে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

মার্চ ২৪, ২০২৪, ০৪:২৩ পিএম


ঈশ্বরদীতে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করেছে র‍্যাব। শনিবার রাত সাড়ে ১২টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- মো. জোবায়ের (১৭), মো. রোহান (২১), মো. আল আমিন (১৭) মো. বাপ্পী (১৬), মো. রাকিব (১৭), শিহাব (১৬), মেহেরাব হোসেন (১৭) ও মো. তাহসিন (১৭)।

পাবনা র‍্যাব-১২, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান এ তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় জনসাধারণের শান্তিশৃঙ্খলা বিঘ্ন করাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলেন কিশোর গ্রুপের সদস্যরা। বিভিন্ন রাস্তাঘাটে ও শহরের বিভিন্ন গলিতে রাতের বেলায় চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলেন তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!