Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চৌগাছায় ক্ষুরা রোগে অর্ধশত গরুর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

মার্চ ২৪, ২০২৪, ০৪:৩৯ পিএম


চৌগাছায় ক্ষুরা রোগে অর্ধশত গরুর মৃত্যু
ছবি: আমার সংবাদ

যশোরের চৌগাছায় ক্ষুরা রোগে গত কয়েক দিনে অন্তত অর্ধশত গরুর মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে কৃষক ও বিভিন্ন খামারের প্রায় পাঁচ হাজারের অধিক গরু। দিশেহারা হয়ে পড়েছেন কৃষক ও খামারিরা। এদিকে প্রাণীসম্পদ কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার অভিযোগ উঠেছে।

প্রাণী চিকিৎসকদের (পল্লীপশু চিকিৎসক) পরামর্শে ভ্যাকসিন, টিকা ও ওষুধ ব্যবহার করেও খুরা রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। ফলে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার গরু-ছাগল পালনকারী কৃষক ও খামারিরা।

প্রাণীসম্পদ অধিদপ্তর জানায়, ভ্যাকসিন-ওষুধেও কাজ হচ্ছে না। বিষয়টি তাদের ভাবিয়ে তুলেছে। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা চলছে। ইতোমধ্যে আক্রান্ত গরুর ভ্যাকসিন, টিকা ও ওষুধ পুশ করা হয়েছে। তাদের ধারণা এটি ক্ষুরা রোগের নতুন ধরন।

উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় খামার রয়েছে ২ হাজার ৩০৪টি। খামার মালিক ও কৃষকদের প্রায় এক লাখ ২৫ হাজার গরু রয়েছে। গত তিন সপ্তাহ আগে উপজেলায় গরুর ক্ষুরা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। অতিসম্প্রতি এ রোগে পুড়াপাড়া এলাকার আবুল হোসেনের একটি, লাল চাঁদের একটি ও বাবলুর রহমানের একটি, পাতিবিলার রিতা ডেইরি ফার্মে দুটি, আরাধনের একটি, সঞ্জয় ঘোষের দুটি, নারায়নপুর ইউনিয়নের বুন্দলীতলা গ্রামের তরিকুল ইসলামের একটি ও একই গ্রামের সাইফুল ইসলামের একটি, চাঁদপাড়া গ্রামের আবু ছার হোসেনের একটি ও বুলু রহমানের একটিসহ এই উপজেলায় অর্ধশত গরু ক্ষুরা রোগে মারা গেছে। মারা যাওয়া প্রত্যেকটি গরুর বাজার মূল্য প্রায় ৮০ হাজার থেকে দুই লাখ টাকা। সেই হিসেবে গেল কয়েক দিনে প্রায় কোটি টাকার গরু মারা গেছে। এদিকে চাঁদপাড়া গ্রামের আলী হোসেনের দুটি, আবু সালামের একটিসহ উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক ছাগল মারা গেছে।

এ বিষয়ে একাধিক কৃষক ও ডেইরি ফার্ম মালিকদের অভিযোগ, চৌগাছা প্রাণী সম্পদ অফিসের কাউকে গ্রামে আসতে দেখা যায় না। এমনকি গরু-ছাগলের ফার্ম মালিকরা তাদের চেনেও না। কোন ব্যক্তি গরু-ছাগলের চিকিৎসা নিতে উপজেলা প্রাণীসম্পদ অফিসে গেলে তাদের সাথে ব্যাপক খারাপ আচরণ করাও অভিযোগ রয়েছে। সরকার প্রাণীসম্পদ উন্নয়নে নানামুখি কর্মসূচি গ্রহণ করলেও উপজেলা প্রাণীসম্পদ অফিসের কর্মকর্তাদের গড়িমসির ফলে তা মাঠে মারা যাচ্ছে। সরকারের কোটি টাকা ব্যয় হলেও কোন সুবিধা পাচ্ছে না কৃষক ও গরু-ছাগল ফার্ম মালিকরা।

সিংহঝুলী গ্রামের ফার্ম মালিক টাইফুর রহমান টাইম হোসেন বলেন, আমার খামারের ক্ষুরা রোগ আক্রান্ত গরু নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছি। গরুকে ভ্যাকসিনসহ ওষুধ দিয়েছি, তবে কোনো কিছুতেই কাজ হচ্ছে না। ফার্মের সব গরু বিক্রি করে দেওয়ার কথা ভাবছি।

তিনি আরও বলেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসের কোন লোক আমার ফার্মে আসেন না। বারবার যোগাযোগ করেও লাভ হয়নি। প্রাণীসম্পদ বিভাগের লোকজন এসে আক্রান্ত গরুগুলোর চিকিৎসা দিলে হয়ত এ যাত্রা রক্ষা পেতাম।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ারুল কবির বলেন, রোগের প্রতিষেধক হিসেবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি, উঠান বৈঠক ও মেডিকেল ক্যম্প করে রোগ প্রতিকার সর্ম্পকে অবগত করা হচ্ছে। সাধারণত এফএমডি বা ক্ষুরা রোগের ধরন রয়েছে দুটি।

ধারণা করা হচ্ছে, এ উপজেলায় আক্রান্ত রোগটি ক্ষুরা রোগের নতুন ধরন। আশা করা হচ্ছে, আগামী দু’সপ্তাহের মধ্যে খুরা রোগটি কিছুটা কমে আসবে। তিনি বলেন, লোকবল কম থাকাই মানুষের কাঙ্ক্ষিত সেবা দেওয়া অসম্ভব হয়ে পড়েছে।

এআরএস 

Link copied!