Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফসলি জমি ও নদীর তীর থেকে অবাধে মাটি কর্তন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ২৪, ২০২৪, ০৫:০৮ পিএম


ফসলি জমি ও নদীর তীর থেকে অবাধে মাটি কর্তন

গাজীপুরের কালিয়াকৈরে এক শ্রেণির ব্যবসায়ী ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে ফসলি জমি নদ-নদীর তীর থেকে মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন কলকারখানায় নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করার পরও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আধারে চলছে মাটিকাটার মহোৎসব।

সরেজমিনে দেখা যায় গভীর গর্তকরে মাটিকাটার কারণে উপজেলার ডুবাইল এলাকায় একটি মসজিদ, উপজেলার বাশঁতলি এলাকায় কালিয়াকৈর-বড়ইবাড়ি আঞ্চলিক সড়ক হুমকির মুখে পড়েছে। মাটিভর্তি ডাম্পট্রাক চলাচলের জন্য উপজেলার বোয়ালি ফরেস্ট বিটের নলুয়া এলাকায় বনবিভাগের সরকারি জমির উপর দিয়ে মাটি ব্যবসায়ীরা অবৈধভাবে রাস্তা নির্মাণ করেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, জমির উপরিভাগের ১০ ভাগের ১৫ ইঞ্চির মধ্যে থাকে পলিমাটি। একে মাটির প্রাণ বলে। মাটিকাটার ফলে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। যা পূরণ করতে অন্তত ১৫বছর সময় লাগে। তাই জমিতে ভালো ফসল পেতে হলে জমির উপরিভাগের মাটি কেটে নেয়া কোনোভাবেই ঠিক হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ জানান, এসব অবৈধ মাটিকাটা বন্ধে খুব দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

ইএইচ

Link copied!