Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ২৪, ২০২৪, ০৫:৫৩ পিএম


কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা মিয়ার লাশ দ্বিতীয় জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

তিনি শনিবার রাতে মারা যান। রোববার সকাল ১১টায় খলাপাড়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে প্রথম জানাজা ও দুপুর ২টায় সোম টিউরী পাকা জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয় জানাজার নামাজ শেষে মরহুমের লাশ টিউরী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মিয়ার মৃত্যুতে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান গভীর শোক ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

ইএইচ

Link copied!