Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফরিদপুরে পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

মার্চ ২৪, ২০২৪, ০৭:০০ পিএম


ফরিদপুরে পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসি

ফরিদপুরের বোয়ালমারীতে পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে ওবায়দুর মোল্লা (৩২) নামে এক যুবককে ফাঁসির রায় দিয়েছেন আদালত।

রোববার দুপুর দুইটার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। সে পলাতক রয়েছেন। ফাঁসির দণ্ড পাওয়া আসামি ওবায়দুর মোল্লা জেলার বোয়ালমারী উপজেলার পশ্চিম ভাটদী এলাকার ওয়াহেদ মোল্লার ছেলে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, মনিরা বেগম নামে এক পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে ওবায়দুর মোল্লা নামের এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। তবে, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

ইএইচ

Link copied!