Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মাগুরায় সাকিব আল হাসানের জন্মদিন পালন

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

মার্চ ২৪, ২০২৪, ০৭:১৬ পিএম


মাগুরায় সাকিব আল হাসানের জন্মদিন পালন

১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসান। আজ ৩৭ বসন্তে পা দিয়েছেন সাকিব আল হাসান। ২০০৬ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন সাকিব। এরপর ব্যাট-বল হাতে শাসন করেছেন ক্রিকেট বিশ্ব। ভেঙেছেন একের পর এক রেকর্ড। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৩ ফরম্যাটেই সেরা অলরাউন্ডার হওয়ার কীর্তি গড়েন সাকিব। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ দলকে।

বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের জন্মদিন উপলক্ষে জন্মভূমি মাগুরা জেলা শহর ও সদরসহ শ্রীপুর উপজেলায় দিনব্যাপী বৃক্ষরোপণের পাশাপাশি বিভিন্ন মসজিদ মাদরাসা ও এতিমখানায় দোয়া মাহফিল এবং ইফতার বিতরণ করা হয়েছে।

দিনটি ঘিরে মাগুরা জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের সমন্বয়ে জেলা শহরের বিভিন্ন স্থানে কেক কেটে সাকিব আল হাসানের ৩৭ তম জন্মদিন পালন করেছে।

দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সাকিব আল হাসান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার মাশরুর রেজা কুটিল, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য সৈয়দ ইমাম বাকের, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শামসুর রহমান, রাব্বি আমিন কবিরুল আলম বিপ্লব, মো. সুলতানুল ইসলাম উল্কা, শাহরিয়ার খুরশীদ রুদ্র, ইভান, সৌরভসহ আরও অনেকে।

ইএইচ

Link copied!