Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

এমপি বাবুল

সাধারণ জ্ঞান অর্জনে বেশি করে পত্রিকা পড়তে হবে

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

মার্চ ২৪, ২০২৪, ০৭:৩৫ পিএম


সাধারণ জ্ঞান অর্জনে বেশি করে পত্রিকা পড়তে হবে

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল বলেছেন, জ্ঞান অর্জন করতে পাঠ্যপুস্তকের পাশাপাশি প্রতিদিন পত্রিকা পড়তে হবে। কারণ পত্রিকা পড়ার মধ্যদিয়ে সাধারণ জ্ঞান অর্জন করা সম্ভব।

বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ডিজিটালের ধাপ পেরিয়ে এখন আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে শুরু করেছি। আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করছেন।  

রোববার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানের লেখাপড়ার প্রতি আপনারা অত্যন্ত যত্নবান। কিন্তু মেধা বিকাশের জন্য তাদের খেলাধুলারও প্রয়োজন আছে। তাই লেখাপড়ার পাশাপাশি তাদেরকে খেলাধুলার সুযোগ করে দিতে হবে।

শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ভেদাভেদ সৃষ্টি না করে প্রত্যেক শিক্ষার্থীকে সঠিকভাবে পাঠদান করাতে হবে। সকলের প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন ঘটাতে হবে। তাহলেই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।

নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

ইএইচ

Link copied!