Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে স্কুলসহ ৮টি দোকান ভস্মীভূত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মার্চ ২৫, ২০২৪, ০২:৩৩ পিএম


রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে স্কুলসহ ৮টি দোকান ভস্মীভূত

রাজবাড়ীর পাংশায় কায়সার মার্কেটের একটি কিন্ডার গার্টেন স্কুলসহ ৮টি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে।

রোববার দিবাগত রাত ৩টার দিকে পাংশা উপজেলা শহরের পারনারায়নপুর এলাকার শশাঙ্ক মোড় কায়সার মার্কেটে এ আগুনের ঘটনা ঘটে।

পাংশা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রয়েল আহম্মেদ বলেন, রাত ৩টার দিকে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কিন্ডার গার্টেন স্কুল, আল আমিনের মুদি দোকান, সুশীলের সেলুন, শফিকুলের ফার্নিচার, বকুলের সিটি টেইলার্স, মোহাম্মদ আলীর ভ্যারাইটিজ স্টোর, সবুজ স্টোর সহ আটটি দোকানসহ পুড়ে যায়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। এ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ১৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ইএইচ

Link copied!