Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

লক্ষ্মীপুরে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি

মার্চ ২৫, ২০২৪, ০৪:৫৭ পিএম


লক্ষ্মীপুরে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ আব্দুর রহমান প্রকাশ আনিক রহমান (৩০) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা আনিক রহমান চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী বলে জানা গেছে।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ-চাটখিল সড়কের ১নং পোল এলাকা থেকে একটি এলজিসহ তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার বেলা ৩টায় চন্দ্রগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে র‌্যাবের নায়েব সুবেদার মিরাজ আলী ভুঁইয়া বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা রুজু করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক।

আনিক রহমান চন্দ্রগঞ্জ থানাধীন পশ্চিম লতিফপুর গ্রামের ছৈয়াল বাড়ির আব্দুল হকের ছেলে। সে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের বিবিএ‍‍`র ছাত্র ও কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী।

এছাড়াও আব্দুর রহমান আনিকের নামে একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ইএইচ

Link copied!