Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বড় ভাইকে খুনের মামলায় ছোট ভাই গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মার্চ ২৫, ২০২৪, ০৫:২১ পিএম


বড় ভাইকে খুনের মামলায় ছোট ভাই গ্রেপ্তার

ফেনীতে ভাইকে খুনের মামলার প্রধান আসামি ছোট ভাই মো. সবুজকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার জেলার সোনাগাজী মডেল থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রেপ্তারকৃত সবুজ ওই উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের পশ্চিম চর চান্দিয়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

এর আগে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটস্থ একটি ব্রিকফিল্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১০ মার্চ বিকালে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মামলার প্রধান আসামি সবুজকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইএইচ

Link copied!