Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে নিহত ১

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

মার্চ ২৫, ২০২৪, ০৭:০২ পিএম


সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে নিহত ১

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আজিজুল ইসলাম (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে একজন।

সোমবার দুপুরে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া গ্রামে চৌধুরী বাজার এলাকায় এ খুনের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বজরা হলদিয়া গ্রামের আজিজুল ইসলামের সাথে প্রতিবেশী গোলাম ফারুক মিয়া, শহিদুল ইসলাম ও সিদ্দিক মিয়ার দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার আজিজুল ইসলামের বাড়িতে গোলাম ফারুক, শহিদুল ইসলাম ও সিদ্দিক মিয়া হামলা করেন।

এ সময় আজিজুল ইসলামকে একা পেয়ে তার এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করেন। এতে আজিজুল ইসলামের চিৎকারে তার ছেলে সোহেল মিয়া এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। সোহেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইএইচ

Link copied!