Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ধনবাড়ীতে সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময়

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ২৫, ২০২৪, ০৭:৩৫ পিএম


ধনবাড়ীতে সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময়

টাঙ্গাইলের ধনবাড়ী প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোস্তাফিজুর রহমান।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ধনবাড়ী প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

এ সময় ধনবাড়ী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কালবেলা’র প্রতিনিধি আব্দুল্লাহ আবু এহসান, সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি আনসার আলী, ক্রীড়া সম্পাদক দৈনিক জনকণ্ঠ ও মাই টিভি’র প্রতিনিধি হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক আমার সংবাদের প্রতিনিধি সৈয়দ সাজন আহমেদ রাজু, যুগ্ম সম্পাদক বাংলাদেশের খবরের প্রতিনিধি ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক শব্দ মিছিলের প্রতিনিধি রমজান আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনলাইন স্বাধীন বাংলা নিউজ টিভি ডটকমের নির্বাহী সম্পাদক এস এম আব্দুর রাজ্জাক, কোষাধক্ষ আমাদের সময় প্রতিনিধি শাহাদত হোসেন জগলু ও কার্যনির্বাহী সদস্য যুগান্তর প্রতিনিধি এস এম শহীদ, কালেরকণ্ঠ’র প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক সংবাদের প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক যুগধারা প্রতিনিধি নূর নবী ও অনলাইন কেটিভি’র প্রতিনিধি আবুল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!