Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

তানোরে আদিবাসী নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

তানোর (রাজশাহী) প্রতিনিধি

তানোর (রাজশাহী) প্রতিনিধি

মার্চ ২৫, ২০২৪, ০৮:৪২ পিএম


তানোরে আদিবাসী নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

রাজশাহীর তানোরে আলু কুড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক আদিবাসী নারী। গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, সামুয়েল মার্ডী (২৫), রুবেল মুর্মু (২১), শিবেন হাঁসদা (২২)।

এমন চাঞ্চল্যকর গণধর্ষণের ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাতে উপজেলার কলমা ইউনিয়নের শালতলা গ্রামে।

গণধর্ষণের শিকার নারী বাদী হয়ে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী (সার্কেল) সোহেল রানার হস্তক্ষেপে বিশেষ অভিযান পরিচালনা করে তিনজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রশীদ।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হলে, বিশেষ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়।

ইএইচ

Link copied!