Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

মোংলা ইপিজেডে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৫, ২০২৪, ০৯:২৩ পিএম


মোংলা ইপিজেডে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

বাগেরহাটের মোংলা ইপিজেডে দেড় সহস্রাধিক শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে দিনভর বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ফ্যাক্টরি এলাকায় ইট-পাটকেল নিক্ষেপসহ ভাঙচুরের চেষ্টা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার সকাল থেকে ভিআইপি নামক একটি ভারতীয় ব্যাগ কোম্পানির শ্রমিকরা ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন।

পরে ইপিজেডের নিরাপত্তা কর্মী ও পুলিশের সঙ্গে শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম। 

বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালে বিক্ষুব্ধ শ্রমিকরা বেপরোয়া হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজন শ্রমিককে আটক করে থানায় আনা হয়েছে।

ভিআইপি কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, আইন মেনে অগ্রিম বেতন ও ঈদ বোনাস পরিশোধ করে শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে। 

ইএইচ

Link copied!