Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

স্বাধীনতা দিবস

চাঁদপুরে নৌবাহিনীর বিএনএস সালাম জাহাজে দর্শনার্থীদের ভিড়

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

মার্চ ২৭, ২০২৪, ১০:৫০ এএম


চাঁদপুরে নৌবাহিনীর বিএনএস সালাম জাহাজে দর্শনার্থীদের ভিড়
ছবি: আমার সংবাদ

চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নৌবাহিনীর বানৌজা সালাম জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখায় এতে নানা শ্রেণি পেশার দর্শনার্থীদের ভিড় হতে দেখা গেছে।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১২টা হতে ৪টা পর্যন্ত শহরের বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাটে এই জাহাজটি উন্মুক্ত রাখা হয়।

বানৌজা সালাম এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এ এন এম রাকিবুল হাসান বলেন, নৌ অঞ্চলসমূহে আমাদের জাহাজ ও ঘাঁটিতে পতাকা দ্বারা সজ্জিত করা হয়। এটিতে ৬৮টি পতাকা রয়েছে যা দ্বারা সংকেত নির্দেশ করা হয়। আমরা চাই জনগণের সম্পদ জনগণ সুন্দর করে দেখা ও জানার সুযোগ পাক।

এসময় দর্শনার্থীদের বানৌজা সালাম এর নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট নূরী-ই- শাহীসহ অন্যরা জাহাজটি ঘুরিয়ে দেখতে এবং জাহাজের নানাবিধ কর্মকাণ্ড সম্পর্কে অবগত করেন।

এআরএস

Link copied!