Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

মার্চ ২৭, ২০২৪, ১১:৩০ এএম


বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ
ছবি: আমার সংবাদ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বরিশালে সর্বসাধারণের পরিদর্শনের জন্য মঙ্গলবার (২৬ নভেম্বর) উন্মুক্ত রাখা হয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা শহীদ ‘দৌলত’।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কীর্তনখোলা নদীর তীরে মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটি’র মেরিন ওয়ার্কশপ ঘাটে অবস্থান নেয়া জাহাজটি ঘুরে দেখেন দর্শনার্থীরা।

বিভিন্ন স্কুলকলেজের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় জাহাজটি ঘুরে ঘুরে দেখেন। 

বিশেষ করে শিশুকিশোরদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। নৌ-বাহিনীর এই  যুদ্ধের জাহাজ ঘুরে দেখার সুযোগ পেয়ে অনেকে আনন্দিত হয়েছেন তারা।

জানা গেছে, বানৌজা শহীদ দৌলত একটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ। নৌ বাহিনীর জন্য দ্বিতীয় পর্যায়ে নির্মাণাধীন আরও ৫টি যুদ্ধ জাহাজের প্রথমটি এই শহীদ দৌলত। ব্যয় হয় প্রায় ৫৩২ কোটি টাকা। এর আকার আয়তন অপেক্ষাকৃতভাবে কিছুটা ছোট হলেও এর সক্ষমতা অধুনা বিশ্বে ব্যবহৃত স্টেট অব দ্য আর্ট টেকনোলজি সম্বলিত অন্যান্য যুদ্ধ জাহাজের চেয়ে কোনো অংশে কম নয়। এই জাহাজে রয়েছে আধুনিক সামরিক সক্ষমতা যেমন একটি ৪০ থেকে ৬০ মিলিমিটারের বফরস্ গান এবং ২টি ১২ দশমিক ৭ মিলিমিটারের মেশিন গান। জাহাজটির দৈর্ঘ্য ৫১ দশমিক ৬৫ মিটার ও প্রস্থ ৭ দশমিক ৫০ মিটার আর গভীরতা ৪ দশমিক ২০ মিটার।

৩০৭ টন ওজনের ওই জাহাজে দুটি ইঞ্জিন রয়েছে, যার প্রতিটির শক্তি তিন হাজার ৪১ হর্স পাওয়ার। সর্বোচ্চ গতি ঘণ্টায় ২১ নটিক্যাল মাইল।

এআরএস

Link copied!