Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

মার্চ ২৭, ২০২৪, ১২:১৯ পিএম


বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার(২৬ মার্চ) রাতে এর সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা। 

এর আগে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মেয়াদ উত্তীর্ণ ও দীর্ঘদিন সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারণে ফরিদপুর জেলার আওতাধীন বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হইলো। অতিসত্বর নতুন কমিটি ঘোষণা করা হইবে।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা বিএনপি‍‍`র দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন বলেন, ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। কমিটি বিলুপ্তির প্রেস বিজ্ঞপ্তিটি এখনও পাইনি। তবে নতুন কমিটি বিলুপ্তি করে নতুন কমিটি করা হবে এটা আগে থেকে জানতাম।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা জানান, মেয়াদ উত্তীর্ণ ও দীর্ঘদিন সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারণে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এআরএস

Link copied!