Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মেঘনা নদী থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মার্চ ২৭, ২০২৪, ০২:৫১ পিএম


মেঘনা নদী থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. শওকত মিয়া (১১) নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মার্চ) উপজেলার পানিশ্বহর ইউনিয়নের দেওবাড়ীয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের মৃত আক্তার হোসেন এর ছেলে সরাইল থানাধীন পানিশ্বর ইউনিয়নের দেওবাড়ীয়া গাউছিয়া সুন্নিয়া হাফিজীয়া মাদ্রাসার ছাত্র শওকতসহ কয়েকজন মিলে মেঘনা নদীতে গোসল করতে যায়।

গোসল করার সময় এক পর্যায়ে শওকত পানিতে ডুবে নিখোঁজ হয়। তখন তার সহপাঠীরা খোজাখুজি করে না পেয়ে মাদ্রাসায় শিক্ষকদের জানালে ওইদিন ডুবুরি না পেয়ে পরেরদিন বুধবার সকালে ডুবুরির মাধ্যমে খোঁজাখুজি করে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এইচআর
 

Link copied!