Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে পাবনায় কসমেটিকস গোডাউনের আগুন

জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

মার্চ ২৭, ২০২৪, ০৪:৩৭ পিএম


আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে পাবনায় কসমেটিকস গোডাউনের আগুন

পাবনা সদর উপজেলার লস্করপুরে একটি কসমেটিকসের গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

বুধবার দুপুর সাড়ে ১১টার দিকে শহরের লস্করপুরের খাঁ পাড়ার কসেমটিকস গোডাউনে এই আগুনের ঘটনা ঘটে।

পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শারফুল আহসান ভূঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শারফুল আহসান ভূঁঞা জানান, ‘দুপুর সাড়ে ১১টার আগুন লাগলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ১২টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। শহরের ৫টি ইউনিট, আটঘরিয়ার একটি ও সাঁথিয়ার একটি ইউনিট। সব মিলে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে
কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মীরা আড়াই ঘণ্টার চেষ্টায় বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ করে দাইদাউ আগুন দেখা যায়। তখন কসমেটিকস গোডাউনের কর্মরত শ্রমিকরা আতঙ্কে বাহিরে বের হয়ে আসে। পরে জরুরী সেবা ৯৯৯ ফোন করলে ফায়ার সার্ভিসের লোকজন আসে।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট- সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। এটা মুলত স্কায়ারের পুরনো কসমেটিকস গোডাউন। আগুন কীভাবে লেগেছে ফায়ার সার্ভিস তদন্ত করে বের করবে।’

আরএস

Link copied!