Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভোলায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

মার্চ ২৮, ২০২৪, ১১:২২ এএম


ভোলায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাসিন্দা বাসু দাস কর্তৃক প্রাণ প্রিয় নবি হযরত মুহাম্মদ (সা.) কে কুরুচিপূর্ণ ও মা আয়েশা (রা.) নিয়ে অশ্লীল মন্তব্যের প্রতিবাদে সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জোহর বাদ ইসলামী আন্দোলন তজুমদ্দিন উপজেলা শাখার আয়োজনে শশীগঞ্জ উত্তর বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে ডাকবাংলোর সামনে এসে শেষ হয়। প্রায় ৫ হাজার ধর্ম প্রাণ মানুষ মিছিলে অংশ নেন।

পরে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় আরো বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মো. মহিউদ্দিন পোদ্দার, বাংলাদেশ ইসলামী আনন্দোলন তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মাওলানা হারুনুর রশিদ, লালমোহন উপজেলা শাখার সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম, চাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ সহ ধর্মপ্রাণ মুসলমানরা।

এদিকে মিরাজ উদ্দিন পারভেজ নামে জনৈক ব্যক্তি বাদী হয়ে বসু দেবকে আসামি করে সাইবার নিরাপত্তা আইনে তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেন।

এইচআর

Link copied!