Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজবাড়ীতে সুপার শপ উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মার্চ ২৮, ২০২৪, ০৩:১১ পিএম


রাজবাড়ীতে সুপার শপ উদ্বোধন

রাজবাড়ী শহরের প্রধান সড়কের পৌরসভার সামনে রাবেয়া বিগ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, পিপিএম।

এ সময় রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মো. ইফতেখারুল আলম প্রধান, আলহাজ্ব আব্দুল কাদের মোল্যা, রাবেয়া বিগ বাজারের উদ্যোক্তা ও রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।  

রাবেয়া বিগ বাজারের উদ্যোক্তা ও রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, মূলত মানসম্মত পণ্য ভোক্তাকে প্রদানের নিশ্চয়তা ও এক ছাদের নিচে সব ধরনের পণ্য পাওয়া যাবে। ক্রেতা তার ইচ্ছা ও পছন্দমতো পণ্য ক্রয় করতে পারবেন। এ মানসিকতা নিয়েই রাবেয়া বিগ বাজারের যাত্রা।

রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ বলেন, আজ আনুষ্ঠানিকভাবে রাবেয়া বিগ বাজার উদ্বোধন করা হলো। মানসম্মত পণ্য ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে কাজ করবেন বলে আশা রাখি। জেলা পুলিশ সব সময় ভালো কাজের সাথে আছে ও থাকবে।

ইএইচ

Link copied!