Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নড়াইলে সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি

নড়াইল প্রতিনিধি

মার্চ ২৮, ২০২৪, ০৩:১৬ পিএম


নড়াইলে সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেপ্তার

দ্রুত বিচার আইনের মামলায় ২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হোসনেয়ারা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।

হোসনেয়ারা বেগম (৪৫) নড়াইল জেলার সদর থানাধীন বাহিরগ্রাম সাকিনের মৃত আফজাল মুন্সির মেয়ে এবং রফিকুল শিকদারের স্ত্রী।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার এসআই অপু মিত্রের নেতৃত্বে একদল মহিলা পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার নতুন বাস টার্মিনালের কাছ থেকে তাকে গ্রেপ্তার করে।

হোসনেয়ারা বেগমের (৪৫) নামে নড়াইল সদর থানায় দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!