Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইটনা উপজেলার ক্লিনিক পরিদর্শন করলেন সিভিল সার্জন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

মার্চ ২৮, ২০২৪, ০৪:১০ পিএম


ইটনা উপজেলার ক্লিনিক পরিদর্শন করলেন সিভিল সার্জন

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার দুর্গম ধনপুর ইউনিয়নের সহিলা গ্রামের সহিলা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার তিনি এ কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সিভিল সার্জন উপস্থিত রোগীদের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন। পরবর্তীতে বিদ্যমান কমিউনিটি গ্রুপের সভাপতি, জমিদাতা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, CHCP সহ সম্পৃক্ত সকলের সাথে মতবিনিময় করেন।

এরপর সহিলা গ্রামের পুরানহাটি পাড়ায় মা ও শিশু সমাবেশে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

শেষে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করে সময়োপযোগী দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. এস. এম. তারেক আনাম,  ইটনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতিশ দাস রাজীব এবং সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. চৌধুরী শাহরিয়ার।  

ইএইচ

Link copied!