Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

ভোলায় সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

মার্চ ২৮, ২০২৪, ০৪:১৮ পিএম


ভোলায় সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সর্বস্তরের জনসাধারণের নিকট সর্বজনীন পেনশন স্কিমের সুফল ও সুবিধাসমূহ তুলে ধরার লক্ষে ভোলায় সর্বজনীন পেনশন স্কিমের সুফল ও সুবিধা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা অ্যাকাডেমির হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোমিন টুলু, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান (বিপিএম), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসাইন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও এনজিও প্রতিনিধিরা।  

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলার কণ্ঠ পত্রিকার সম্পাদক এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল চন্দ্র শীল, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হেসেন মহিন, ভেদুরিয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, ওবায়দুল হোক কলেজ অধ্যক্ষ এবিএম এনামুল হক প্রমুখ।

ইএইচ

Link copied!