Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

সিঙ্গাইরে অবৈধভাবে মাটি কাটায় অর্থদণ্ড

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মার্চ ২৮, ২০২৪, ০৫:০১ পিএম


সিঙ্গাইরে অবৈধভাবে মাটি কাটায় অর্থদণ্ড

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ লক্ষ টাকা জরিমানা আদায় ও কারাদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার চক পাল পাড়া, কাশিমপুর, ইসলামপুর ও মজলিশপুর এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে এ জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযুক্তরা হলেন- চর মূল বর্গ গ্রামের সিরাজুল ইসলামকে ৩ লক্ষ টাকা, ইসলামপুর গ্রামের মুরাদ হোসেনকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং চর জামাল পুর গ্রামের আসিফুল ইসলাম, সোহাগ হোসেন, মো. হৃদয় হোসেন, চর আজিমপুর গ্রামের সজীবকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিঙ্গাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ুম খাঁন বলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার বসু স্যারের দিকনির্দেশনায় মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে মাটি কাটায় অভিযান পরিচালনা করে জরিমানা ও কারাদণ্ড করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!