Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

দুই যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

মার্চ ২৮, ২০২৪, ০৫:৫০ পিএম


দুই যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

কক্সবাজারের পেকুয়ায় দুই যুবলীগ নেতাসহ ৫ জনকে কুপিয়ে জখমের ঘটনায় পেকুয়া থানায় মামলা হয়েছে। উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি হিরাবুনিয়াপাড়ার আবদুল হাকিমের ছেলে মো. শাহনেওয়াজ বাদী হয়ে গত ২৪ মার্চ পেকুয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- হিরাবুনিয়াপাড়ার আবু বক্কর, তার ভাই আবদুল মালেক প্রকাশ ভূট্টো, রমিজ উদ্দিন, আবদু শুক্কুর, মো. টিপু, মো. ইসমাইল, জাহাঙ্গীর আলম প্রকাশ চান্দু, নাছির উদ্দিন ও কামাল হোসেন।

এ ঘটনায় পুলিশ জাহাঙ্গীর আলম ওরফে চান্দুকে গ্রেপ্তার করে।

পেকুয়া থানার ওসি মো. ইলিয়াছ জানান, মামলা রেকর্ড হয়েছে। একজন আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেপ্তার করতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!