Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মহম্মদপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মার্চ ২৮, ২০২৪, ০৭:৪৬ পিএম


মহম্মদপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

মাগুরা মহম্মদপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া গ্রামে তন্ময় মির্জা (২২) নামে এক ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়েছে। সে কানুটিয়া গ্রামের জামান মীর্জার ছেলে। মাঠে কাজ করার সময়ে তিনি বজ্রপাতে আহত হন।

অন্যদিকে উপজেলা চরপাড়া গ্রামে ওমেদ শেখ (২০) নামের এক জনের বজ্রপাতে মৃত্যু হয়েছে। সে চরপাড়া গ্রামের আফরান শেখের ছেলে।

মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক বোরহান উল ইসলাম বজ্রপাতে ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!