Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শ্রীপুরে সরকার নির্ধারিত বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ২৮, ২০২৪, ০৮:৫৪ পিএম


শ্রীপুরে সরকার নির্ধারিত বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে সরকার নির্ধারিত বেতন বৃদ্ধির দাবিতে গুলশান স্পিনিং মিলের শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জৈনা বাজারে মহাসড়কে বিক্ষোভ করে শ্রমিকেরা।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফুর রহমান জানান, জৈনাবাজার এলাকার গুলশান স্পিনিং মিল কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এসময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

গুলশান স্পিনিং মিলের ব্যবস্থাপক (ম্যানেজার) জমির উদ্দিন বলেন, শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক কেন অবরোধ করছে তা তিনি বলতে পারেন নি।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম বলেন, শ্রমিকদেরকে ৩ টার দিকে মহাসড়ক থেকে সড়ে যাওয়ার জন্য অনুরোধ করছিল পুলিশ। বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে এবং মহাসড়কে দাঁড়িয়ে থাকা গাড়ি ভাঙচুর করার চেষ্টা করে। পরে পুলিশ শান্তিশৃঙ্খলা রক্ষায় তিন রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

ইএইচ

Link copied!