ভোলা প্রতিনিধি
মার্চ ২৮, ২০২৪, ০৯:১১ পিএম
ভোলা প্রতিনিধি
মার্চ ২৮, ২০২৪, ০৯:১১ পিএম
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বজ্রপাতে মো.বাহাদুর (৩৫) নামের এক শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনা ৪ জন শ্রমিক আহত হয়েছে বলেও জানা গেছে, তাদের গ্রামের বাড়ি সাতক্ষীরা,তারা সবাই ইটভাটা শ্রমিক।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার ডাওরী বাজার সংলগ্ন এলাকায় রাকিব ব্রিকস নামক একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায় নিহত বাহাদুর ও আহতরা রাকিব ব্রিকস নামের ইটভাটায় শ্রমিকের কাজ করতেন তারা, ঘটনার দিন বিকেলে হঠাৎ ঝড়ো বৃষ্টি শুরু হয়, পরে বজ্রপাতের ঘটনা ঘটে,এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে বাহাদুর নিহত ও তার সহকর্মী রা আহত হয়। গুরুতর আহত হওয়ায় ইটভাটার লোকজন
আহতদের কে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইএইচ